পটুয়াখালী,জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ বর্ণাঢ্য র‍্যালী ও শুভ উদ্বোধন

 পটুয়াখালী,জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ বর্ণাঢ্য র‍্যালী ও শুভ উদ্বোধন

আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলা প্রশাসকের আয়োজনে, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৯ পটুয়াখালী, অ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয়। ২৩জুন বিকাল ২:০০ ঘটিকার সময় পটুয়াখালী সার্কিট হাউস হতে অ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে এসে বর্ণাঢ্য র‍্যালি শেষ হয়। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর র‍্যালিতে অংশগ্রহণ করেন, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা। জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন স্কুলের ডিসপ্লে, নাচ গান, বেলুন ফেস্টুন,কবুতর উড়িয়ে বিকাল ৩:৪৫ ঘটিকার সময় শুভ উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সহ প্রধান অতিথি বিশেষ অতিথি, সভাপতি। এতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, বিশেষ অতিথি অতিথি হিসেবে,আজমত গ্রুপের চেয়ারম্যান ঢাকা (সিআইসি) ড.মোঃ আতাহার উদ্দিন, পটুয়াখালী পুলিশ সুপার, মোহাম্মদ মঈনুল হাসান (পিপিএম) পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর, পটুয়াখালী পৌরসভার মেয়র মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তিরা, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০১৯ অংশগ্রহণ করবেন, আটটি দল, পটুয়াখালী সদর , কলাপাড়া, রাঙ্গাবালী, মির্জাগঞ্জ, গলাচিপা, দশমিনা, বাউফল, দুমকি উপজেলা, গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ৩৩ জুন হতে ৩১ জুন পর্যন্ত খেলা চলবে। এবং খেলার স্পন্সর আজমত গ্রুপ ঢাকা।